সুত্র: অবিরাম প্রবল র্বষণে এখনো তলিয়ে আছে বন্দরনগরী চট্টগ্রামের বেশির ভাগ এলাকা। এতে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার মানু। প্রবল বর্ষণে চট্টগ্রামের রহমান নগরে একটি বাড়ির দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দেয়াল ধসের ঘটনা ঘটে। শনিবার সকাল ছয়টার দিকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত হওয়া ব্যক্তির নাম মো. আসলাম (২২)। তিনি পেশায় নির্মাণ শ্রমিক, বাড়ি রাজশাহীতে। আহত ব্যক্তিরা হলেন মো. মামুন (২৫) ও শেফাজুল (২২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।